reporterঅনলাইন ডেস্ক
  ১৫ নভেম্বর, ২০১৭

ঢাকায় ‘উবার মটো’ সার্ভিস চালু

‘উবার মটো’ নাম দিয়ে ঢাকায় মোটরসাইকেল শেয়ারিং সেবা চালু করেছে উবার। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে উবার কর্তৃপক্ষ। এতে বলা হয়, রাইড শেয়ারিং কোম্পানি উবার মঙ্গলবার ঢাকায় বাইক শেয়ারিং সার্ভিস উবার মটো চালু করেছে।

১১ মাস আগে ‘উবার-এক্স’ সেবা দিয়ে ঢাকায় কার্যক্রম শুরু করার পর সম্প্রতি ‘উবার প্রিমিয়ার’ সার্ভিস চালু করে মোবাইল অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাদাতা কোম্পানিটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকালে ঢাকা শহরে উবার মটোর প্রথম রাইড নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ব্যক্তিজীবনে বাইকের ফ্যান মাশরাফি উবার মটোর প্রথম অভিজ্ঞতা নিয়ে তার সন্তোষ্টি প্রকাশ করেন।

উবারের ঢাকার জেনারেল ম্যানেজার অর্পিত মুন্ড্রা বলেন, ‘ঢাকায় উবার মটো চালু করতে পেরে এবং এর মাধ্যমে যাত্রী যাতায়াতের একটি সাশ্রয়ী মাধ্যম প্রদান করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রযুক্তির মাধ্যমে ঢাকার যাতায়াত ব্যবস্থা উন্নত করা ও যানজট নিরসনে অবদান রাখার পাশাপাশি তরুণদের জন্য হাজারো কর্মসংস্থান তৈরি করতে পেরে আমরা গর্বিত।’

উবার মটোর মাধ্যমে যাত্রীরা অ্যাপের একটি বাটন প্রেস করে সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য রাইড উপভোগ করতে পারবেন। উবারের অন্যান্য রাইডের মতো উবার মটোর ক্ষেত্রেও যাত্রীরা চালক ও গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্যসহ জিপিএস ট্র্যাকিং, টু-ওয়ে ফিডব্যাক ও ট্রিপ ডিটেইলস শেয়ারিংয়ের মতো সেফটি ফিচারগুলির সুবিধা পাবেন। উবার মটোতে বেইস ফেয়ার ৩০ টাকা। ট্রিপের সময় প্রতি মিনিট ১ টাকা ও প্রতি কিলোমিটারের ভাড়া হবে ১২ টাকা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উবার,উবার মটো,রাইড শেয়ারিং
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist