শ্যামলী তানজিন অনু

  ২২ ফেব্রুয়ারি, ২০২০

ভাষার দূষণ রোধে সচেতন হোন

আমরা বাঙালি। ৫২'র ভাষা আন্দোলনে এক নদী রক্তের বিনিময়ে আমরা প্রাণের বাংলা ভাষা অর্জন করেছি। দুঃখজনক হলেও সত্য যে, বাংলা ভাষার জন্য এতো ত্যাগ-তিতিক্ষা সেই বাংলা ভাষার প্রতি এখন অনিহার শেষ নেই।

বাংলা ভাষাকে যদি আমরা শুদ্ধভাবে ব্যবহার করতে না পারি তবে ভাষা শহিদদের আত্মত্যাগ বৃথা যাবে। বাংলা ভাষা সঠিকভাবে ব্যবহার করতে পারিনা অথচ আমরা ভিনদেশি ভাষাচর্চায় মাত্রাতিরিক্ত মেতে থাকি।

যদিও চাহিদা মাফিক কর্মক্ষেত্রে ইংরেজি ভাষার উপর দক্ষতা অতীব জরুরি ভূমিকা পালন করছে, কিন্তু মাতৃভাষাকে উপেক্ষা করে অন্যভাষার প্রভাব বিস্তার কখনোই মঙ্গল বয়ে আনে না। আবার লক্ষ্য করলে দেখা যায়, দৈনন্দিন কথোপকথনে আমরা বাংলা আর ইংরেজি ভাষা মিশিয়ে নতুন ভাষার উদ্ভব ঘটিয়েছি যা বাংলিশ নামে পরিচিত করতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি। আবার এই বিদঘুটে শব্দগুলো ব্যবহারকারীরা নিজেদের আধুনিক ও রুচিসম্মত মানুষ হিসেবেও দাবী করে! ভাষার প্রয়োগ, শব্দচয়নে আমাদের আরো সতর্ক হওয়া উচিত এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ নজরদারি করা উচিত।

শিক্ষার্থী, বাংলা বিভাগ

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভাষা,দূষণ,সচেতন,বাংলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close