reporterঅনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল, ২০১৯

আমবাগানে পুলিশ মোতায়েনে হাইকোর্টের নির্দেশ

আমে ক্ষতিকারক রাসায়নিক প্রতিরোধে রাজশাহী, চাঁপাইসহ আমবাগানগুলোতে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে আমের আড়ৎগুলো মনিটরিংয়ে পুলিশ মহাপরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছে। আইনজীবীরা বলছেন, আদালতের আদেশ বাস্তবায়ন হলে কেমিকেলমুক্ত আম নিশ্চিত সম্ভব হবে।

বিষমুক্ত আম নিশ্চিতে দশ বছর আগে আম বাগান এবং বাজার মনিটরিংয়ের নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। আদালতের আদেশের পরও প্রশাসন তৎপর হলেও আমে ক্ষতিকর রাসায়নিক মেশানো বন্ধ হয়নি।

মঙ্গলবার সেই রিটের শুনানি শেষে এবার রাজশাহী, চাঁপাইসহ আমবাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ দিলেন উচ্চ আদালত। এক মাসের মধ্যে আদালতের আদেশ বাস্তবায়নে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা সংশ্লিষ্টদের জানাতে বলা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এবার চাঁপাইয়ে ৩২ হাজার জমির বাগানে আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ মেট্রিকটন। আর ১৮ হাজার হেক্টর আম বাগানে রাজশাহীর লক্ষ্যমাত্রা ২ লাখ ১৩ হাজার মেট্রিকটন আম।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমবাগান,পুলিশ মোতায়েন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close