reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জানুয়ারি, ২০১৯

সাংবাদিক গৌতম হত্যায় ৫ জনের যাবজ্জীবন বহাল

খালাস পেলেন ৪ জন

সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবনপ্রাপ্ত ৯ আসামির মধ্যে ৫ জনের যাবজ্জীবন হাইকোর্টের রায়ে বহাল রয়েছে। আর ৪ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ৯ আসামি হাইকোর্ট আপিল করেন যার ওপর ৯ জানুয়ারি শুনানি শেষ হয়। সেদিন আদালত ৩০ জানুয়ারি রায়ের দিন ধার্য করেন। এরই ধারাবাহিকতায় আজ রায় দেন আদালত।

হাইকোর্টে যাবজ্জীবন বহাল থাকা ৫ জন হলেন আসিফ ইমরান, আসাদ বিন কাদির, সিদ্দিকুর রহমান মিয়া, তামজিদ হোসেন বাবু ও আবু তাহের মর্তুজা ওরফে অ্যাপোলো। আর খালাস পাওয়া চারজন হলেন আসিফ ইমতিয়াজ বুলু, কামরুল ইসলাম আপন, কাজী মুরাদ ও রাজীব হাসান মিয়া।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশীদ। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জহির আহমেদ। আসামি পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এস এম শাহ্জাহান, হেলাল উদ্দীন মোল্লা, শেখ বাহারুল ইসলাম, মাসুদুর রহমান প্রমুখ।

রায়ের বিষয়টি জানিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশীদ বলেন, ৯ আসামি কারাগারে রয়েছেন। ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রয়েছে। ৪ জন যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন, খালাসের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৫ সালে ফরিদপুর শহরের মুজিব সড়কের সংস্কার এবং পুনর্নির্মাণকাজের অনিয়ম ও দুর্নীতির সংবাদ পরিবেশন করায় ‘সমকাল’-এর নিজস্ব প্রতিবেদক ও ফরিদপুর ব্যুরো কার্যালয়ের প্রধান গৌতম দাসের ওপর ক্ষুব্ধ হয় তৎকালীন ক্ষমতাসীন সরকারের মদদপুষ্ট ঠিকাদার গোষ্ঠী ও তাদের সহযোগী সন্ত্রাসী চক্র।

পরে এ ঘটনার জেরে ওই বছরের ১৭ নভেম্বর স্থানীয় ব্যুরো কার্যালয়ে গৌতমকে শ্বাসরোধে হত্যা করা হয়। ওই দিনই সমকালের জেলা প্রতিনিধি হাসান উজ্জামান বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

২০০৬ সালের ২০ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার তৎকালীন এসআই গোলাম নবী আদালতে অভিযোগপত্র দেন। ওই বছরের ১৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে মামলাটি ২০০৬ সালের ২৮ আগস্ট ঢাকার দ্রু বিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তর করা হয়। মামলার আসামি জাহিদ খান পলাতক অবস্থায় ২০০৬ সালের ১২ অক্টোবর ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাংবাদিক গৌতম দাস,হত্যা মামলা,যাবজ্জীবন বহাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close