reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০১৯

অরফানেজ ট্রাস্ট মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি)

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বৃদ্ধি করে দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন হাইকোর্ট।

বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সাক্ষরের পর সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের অনুলিপি প্রকাশ করা হয়। রায় প্রকাশের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

গত বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এ মামলায় ৫ বছরের সাজা দেন। একইসঙ্গে তার বড় ছেলে তারেক রহমানসহ অপর ৫ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেন।

৫ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। ওই আপিলের শুনানি শেষে হাইকোর্ট বেগম জিয়াকে ৫ বছরের পরিবর্তে ১০ বছরের সাজা দেন। হাইকোর্টের দেওয়া ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি আজ প্রকাশ হলো।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খালেদা জিয়া,জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি,পূর্ণাঙ্গ রায়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close