reporterঅনলাইন ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি, ২০১৮

খলিলুর হত্যায় ২ জনের ফাঁসি, যাবজ্জীবন ৪

রাজধানীর শাহআলীবাগে জনতা হাউজিংয়ে জাতীয় অন্ধকল্যাণ সংস্থার প্রাক্তন মহাসচিব খলিলুর রহমান হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—রমজান আলী ওরফে রমজান ও টিপু ওরফে হীরা। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—মিনহাজ, হাসানুর রহমান রুবেল, শহীদ মোস্তফা ও জাহিদুল ইসলাম ওরফে জাহিদ। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

এ মামলায় দায়সারা ও ত্রুটিপূর্ণ অভিযোগপত্র দাখিল করায় মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার আদেশ দেয়া হয়েছে। এছাড়া আসামি সাগরের বিরুদ্ধে পুনরায় তদন্ত করে যত দ্রুত সম্ভব অভিযোগপত্র দাখিল করতে আইজিপি ও ডিবির যুগ্ম কমিশনার, ঢাকা বরাবর এ রায়ের অনুলিপি পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আজ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় দেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফাঁসি,খলিলুর হত্যা,যাবজ্জীবন,আদালত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist