reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি, ২০১৮

এবার ঢাকা দক্ষিণের ওয়ার্ড নির্বাচন স্থগিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে গত ৯ জানুয়ারি জারি করা এ নির্বাচন সংক্রান্ত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না —তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

ডেমরা ইউনিয়ন পরিষদের স্থানীয় এক ভোটার মোজাম্মেল মিয়ার করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন পার্থ সারথি মণ্ডল ও জাহাঙ্গীর হোসেন সেলিম।

এ সম্পর্কে ডেপুটি আটর্নি জেনারেল আমাতুল করিম জানান, এ স্থগিতের আদেশের ফলে নির্বাচন স্থগিত হয়ে গেল। একইসঙ্গে ৬টি সংরক্ষিত আসনের নির্বাচনও স্থগিত হয়ে গেছে।

গত ১৪ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করা হয়। রিটে মন্ত্রীপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ঢাকার জেলাপ্রশাসকসহ (ডিসি) ১৮ জনকে বিবাদী করা হয়।

অন্যদিকে, গতকাল বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন আদালত। সেই সঙ্গে ডিএনসিসিতে নতুন অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ড ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডেও নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।

ভোটার তালিকা হালনাগাদ এবং ভোটার তালিকায় নাম অন্তুর্ভুক্ত না করেই নির্বাচনী তফসিল ঘোষণা করায় হাইকোর্টে রিট করেন সংক্ষুব্ধরা। এরই পরিপ্রেক্ষিতে নির্বাচনী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে, বুধবার আদালতের ওই আদেশের পর নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনী কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন,নির্বাচন স্থগিত,আদালত,ডিএসসিসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist