reporterঅনলাইন ডেস্ক
  ২১ সেপ্টেম্বর, ২০১৭

মালালায় মুগ্ধ প্রিয়াংকা

সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাইয়ে মুগ্ধ হয়েছেন বলিউড হার্টথ্রুব সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। অথচ দুই জন দুই জগতের এবং চির শত্রু দুই দেশের বাসিন্দা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দেখা হয় এই দুই তারকার। কথাও হয়। দেখে, কথা বলে মুগ্ধ প্রিয়াংকা মালালাকে তার অনুপ্রেরণা উল্লেখ করে ইনস্টাগ্রামে দেন এক বিশাল পোস্ট। পোস্টে প্রিয়াংকা লিখেছেন, তোমাকে নিয়ে চাইলে আমি একটি উপন্যাস লিখে ফেলতে পারি। তুমি কতটা চটপটে, অসাধারণ, অনুপ্রেরণাদায়ী আর মজার, তার বর্ণনা আমি দিতে পারি। কিন্তু খুব সংক্ষেপে বলছি, তুমি এক অনস্বীকার্য শক্তি। গোটা বিশ্ব এই কথা জানে। যে ছেলেমেয়েরা ভবিষ্যতের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে রেখে যেতে চায়, তুমি তাদের জন্য রোল মডেল।

এদিকে প্রিয় তারকাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মালালাও। প্রিয়াংকার সঙ্গে সাক্ষাতের বিষয়টা তাঁর কাছে অবিশ্বাস্য মনে হয়েছে বলে এক টুইট বার্তায় লেখেন তিনি। পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাই একজন শিক্ষা আন্দোলনকর্মী। পেশাগত কাজে বর্তমানে তিনি জাতীসংঘে রয়েছেন। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেব প্রিয়াংকাও রয়েছেন সেখানে। জাতিসংঘে তিনি প্রতিটি শিশু, বিশেষ করে কন্যাশিশুদের পড়াশোনার সুযোগ করে দেয়ার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।

প্রিয়াংকা লেখেছেন, তোমার আর তোমার বাবার সঙ্গে কিছুক্ষণ সময় কাটালাম। তোমার বাবা জনাব ইউসুফজাইকে দেখে নিজের বাবার কথা মনে পড়ে গেল। আমি উপলব্ধি করতে পেরেছি, তুমি সাধারণ স্বপ্ন লালন করা সাধারণ এক বালিকা। তোমার ঠাট্টা, হিন্দি সিনেমার প্রতি তোমার ভালোবাসা আর তোমার হাসি আমাকে সব সময় মনে করিয়ে দেবে, কত অল্প বয়সে নিজ কাঁধে তুমি কত বড় দায়িত্ব নিয়েছ। তোমাকে নিয়ে আমি খুব গর্বিত। পৃথিবীজুড়ে আমার মতো যত নারী আছে, সবাইকে তুমি অনুপ্রাণিত করো। আমাদের নিজস্ব হিন্দি-উর্দু ভাষায় তোমার সঙ্গে আবারও গল্প করার জন্য আমার আর তর সইছে না।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রিয়াংকা,মালালা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist