নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২৭ এপ্রিল, ২০১৭

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন

রায় দ্রুত বাস্তবায়ন ও পরিবারগুলোর পূর্ণবাসনের দাবি

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের নিহত পরিবারগুলোকে সরকারীভাবে পূনর্বাসন ও অবিলম্বে এ মামলার রায় কার্যকরের দাবি জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আলোচিত এ হত্যাকান্ডের রায়ের দ্রুত বাস্তবায়নের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানায়।

সাধারণ আইনজীবীদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে মামলার বাদী পক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইনজীবি ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ন কবীর, বারের সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোনে, এড. মশিউর রহমান শাহীন, এড. আনোয়ার হোসেন প্রধান, এড. শ্যামল চন্দ্র বিশ্বাস, এড. লিংকন, সিনিয়র আইনজীবি আজিজুল হক মুন্সি এবং ৭ খুনে নিহত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামের সহধর্মিনী সেলিনা ইসলাম বিউটি, আইনজীবি এড. প্রিয়তম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি জানিয়ে বলেন, যারা মারা গেছেন তাদের অনেকের পরিবারের উপার্জনক্ষম লোক নেই। সুতরাং সরকারের কাছে খুনিদের সম্পদ বাজেয়াপ্ত করে, নিহতের পরিবারকে সহায়তার পাশাপশি নিহতদের পরিবারের কর্মক্ষম লোকদের সরকারীভবে চাকুরীর ব্যবস্থা করার দাবী জানায়।

উল্লেখ্য ২০১৪ সালের ২৭ এপ্রিল আইনজীবী চন্দন সরকার ও নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ডুবিয়ে দেওয়া হয়। প্রথমে গাজীপুরের রাজেন্দ্রপুরের গজারি বনে নজরুল ইসলামের প্রাইভেটকার উদ্ধার হয়। পরে নদী থেকে উদ্ধার করা হয় সাতজনের লাশ। আজকের এই দিনে আমরা তাদের স্বরণ করছি, পাশাপাশি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
৭ খুন,রায়,বাস্তবায়ন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist