reporterঅনলাইন ডেস্ক
  ৩০ আগস্ট, ২০১৯

৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সীমান্তের ওপারে বিএসএফ চারজন বাংলাদেশিকে আটকের পর পুলিশে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্ত এলাকার ভারতের ৫ কিলোমিটার অভ্যন্তরে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—হরিপুর উপজেলার পশ্চিম আটঘরিয়া গ্রামের আইজুল হকের ছেলে রুবেল (২৫), একই এলাকার জয়নুল হকের ছেলে মাহাবুব (১৬), দক্ষিণ আটঘরিয়া গ্রামের আইজুল হকের ছেলে জামাল (২২) ও মিনমিন চাদর গ্রামের সামসুল হকের ছেলে মাসুদ (১৮)।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ বলেন, তারা ৬ মাস আগে দিনমজুরের কাজের জন্য অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বাংলাদেশে ফেরার সময় ধরা পড়েন।

খবর পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ফুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। বিএসএফের ক্যাম্প কমান্ডার চারজন বাংলাদেশি আটকের বিষয়টি স্বীকার করে বলেন, আটক বাংলাদেশিদের ভারতীয় পুলিশে হস্তান্তর করা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএসএফ,বাংলাদেশি আটক,হরিপুর উপজেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close