reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০১৮

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার আসামি নিহত

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছেন। পাহাড়তলী থানার উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি বন্দুক, একটি দেশি এলজি, একটি খেলনা পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম সোলায়মান সবুজ ওরফে পিচ্চি (২৫)। তিনি পাহাড়তলী থানাধীন শাপলা আবাসিক এলাকায় থাকতেন। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হন। তারা হলেন-ওসি সদীপ কুমার দাশ, এসআই অর্ণব বড়ুয়া, এএসআই মিঠু দাশ ও কনস্টেবল বেলায়েত হোসেন।

পুলিশ জানায়, নিহত ডাকাত সবুজের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বেড়িবাঁধ এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালানো হয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ওই ডাকাত নিহত হয়।

নগরের পাহাড়তলী, আকবরশাহ, জেলার সীতাকুণ্ড ও কুমিল্লার তিতাস থানায় তার বিরুদ্ধে মোট ৮টি মামলা রয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,বন্দুকযুদ্ধ,আসামি নিহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close