কুষ্টিয়া প্রতিনিধি

  ১৫ ফেব্রুয়ারি, ২০১৮

প্রেমিকের হাতে প্রেমিকার ভাই খুন,প্রেমিক আটক

কুষ্টিয়ার মিরপুরে সহপাঠীর সাথে সম্পর্ক করতে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল্লাহ (২০) নামের এক কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের বোনের সহপাঠী উজ্জল হোসেন (২২) নামের কুষ্টিয়া সরকারী কলেজের ডিগ্রী পরীক্ষার্থী অপর ছাত্রের বিরুদ্ধে। ঘটনার সময় ঠেকাতে গিয়ে নিহত আব্দুল্লাহ’র মা সাবিয়া ও চাচাত ভাই শাজাহান মারাত্মক আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। নিহত কলেজ ছাত্র আব্দুল্লাহ (২০) স্থানীয় আলম আলীর ছেলে এবং কুষ্টিয়া ইসলামিয়া কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের বালিয়াশিশা গ্রামে হত্যাকান্ডের এই ঘটনা টের পেয়ে স্থানীয়রা তাৎক্ষনিক ঘাতক উজ্জলকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সৌপর্দ করে।

নিহত আব্দুল্লাহ’র মা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সাবিয়া খাতুন বলেন, উজ্জল আমার মেয়ের সাথে একই ক্লাসে কুষ্টিয়া সরকারী কলেজে পড়ত। দীর্ঘদিন ধরেই উজ্জল মেয়ের সাথে সম্পর্ক করার চেষ্টা করে ব্যর্থ হয়েই আজ এই হামলা করেছে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পোড়াদহ এলাকার আলম আলীর মেয়ের সাথে কুষ্টিয়া সদর উপজেলার হাতিয়া গ্রামের খবির উদ্দিনের ছেলে উজ্জল হোসেনের সম্পর্কে টানাপোড়েনের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ওসি আরও বলেন, বুধবার ভালোবাসা দিবসের উছিলায় উজ্জল আব্দুল্লাহ’দের বাড়িতে আসলে আব্দুল্লাহ উজ্জলের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এসময় ক্রোধে উজ্জল আব্দুল্লাহকে এলাপাতারি ধারালো অস্ত্রের আঘাত করে গুরুতর আহত করে। ঘটনার সময় ঠেকাতে গিয়ে আব্দুল্লার মা সাবিয়া গুরুতর জখম হন। স্থানীয়রা আব্দুল্লাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে মিরপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আটককৃত উজ্জলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রেমিকার ভাই খুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist