বরিশাল প্রতিনিধি

  ১৯ ফেব্রুয়ারি, ২০২০

বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবিতে বর্ণ মিছিল

বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার ও সর্বত্র বাংলা ব্যবহারের দাবি জানিয়ে বরিশালে বর্ণ মিছিল ও ভাষা সমাবেশ হয়েছে। মঙ্গলবার নগরের একে ইনস্টিটিউট প্রাঙ্গণে এ বর্ণ মিছিল ও ভাষা সমাবেশের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘দুঃসাহসী’র (দ্য অডেশাস) আয়োজনে ও একে ইনস্টিটিউটের সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, খেয়ালী গ্রুপ থিয়েটার সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলু ও একে ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এইচ এম জসিম উদ্দিন।

দ্য অডেশাসের সংগঠক সাঈদ পান্থের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একে ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক বশির আহমেদ, বরিশাল খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ, সংগঠক সাজ্জাদ নয়ন, দ্য অডেশাসের সাধারণ সম্পাদক সানজিদা বৃষ্টি পপি, সহসভাপতি দুর্জয় সিংহ জয়, সৌরভ কর্মকার, শুভ সিকদার প্রমুখ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বর্ণ মিছিল,বাংলা ভাষা,শুদ্ধ ব্যবহার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close