ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২৬ সেপ্টেম্বর, ২০১৭

ভালুকা থানার বর্ষপূর্তি উপলক্ষে র‌্যালি

ময়মনসিংহের গফরগাঁও থানা থেকে বিভক্ত হয়ে ভালুকা থানা প্রতিষ্ঠিত হয়েছিলো ১৯১৭ সালের ৩০ আগস্ট। যার শতবর্ষ পূর্ণ হয়েছে গত মাসের ৩০ তারিখ। শিল্পাঞ্চলসমৃদ্ধ ভালুকা থানা প্রতিষ্ঠিত হওয়ার শত বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও পরিচ্ছন্ন ভালুকা শীর্ষক আলোচনাসভা করেছে সমাজসেবায় উৎসাহমূলক স্বেচ্ছাসেবী সংগঠন অভ্যুদয়।

মঙ্গলবার সকাল ১১টায় ভালুকা উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয়। র‌্যালি শেষে সংগঠনের সভাপতি মো. আসাদুজ্জামান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মো. রেজাউল করিম অপুর সঞ্চালনায় পরিছন্ন ভালুকা শীর্ষক সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা, পৌর মেয়র ডা. এ.কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও অভ্যুদয়ের প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদ পি.পি.এম, এ্যাপোলো ইন্সিটিউট অব কম্পিউটারের অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান লিটন, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু, বিরুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার রব্বানী, মর্নিং সান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আতাউর রহমান জুয়েল, হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষিকা আনোয়ারা নীনা, ভালুকা পাইলট উচ্চবিদ্যালয়ের ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, সংগঠনের চেয়ারম্যান বদরুল টিপু, সাংগঠনিক সম্পাদক মুকছেদুর রহমান মামুন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ সাঈদুর রহমান প্রমুখ।

বক্তারা ভালুকা কেন্দ্রীয় ঈদগাহ সংরক্ষণ, মাদকমুক্ত সমাজ, শিল্প-কারখানার বর্জ্য, নদী দুষণ ও ভরাট, দখলমুক্ত ফুটপাত, যানজট নিরসন বিষয়ে আলোচনা করেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভালুকা থানা,র‌্যালি,অভ্যুদয়
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist