reporterঅনলাইন ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

ত্রিশালে আগুনে ২০ লাখ টাকার ক্ষতি

ময়মনসিংহের ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্রী মেসে আগুন লেগে প্রায় বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে নজরুল বিশ্ববিদ্যালয় দোলনচাপা হল সংলগ্ন শশী ছাত্রী মেসে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় শশী মেসের ১৬টি রুম পুড়ে যায়। আগুন পার্শ্ববর্তী অনুরুদ্ধ মেসে ছড়িয়ে পড়লে ওই মেসেরও ৫টি রুম পুড়ে ছাই হয়ে যায়।

এ সময় মেসে থাকা শিক্ষার্থীদের সকল আসবাবপত্র ল্যাপটপ, টিভি, ফ্রিজ ও প্রয়োজনীয় বই, কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। ত্রিশাল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও ময়মনসিংহের একটি ইউনিট প্রায় ৩ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় এলাকাবাসীর সহযোগীতায় আগুন দ্রুত নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। আগুনে পুড়ে যাওয়া মেসের সকলেই নজরুল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রওনক জাহান বলেন, যখন আগুন লাগে তখন আমরা মেসের বাহিরে ছিলাম। আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে আধঘণ্টা পর এসে আগুন নেভাতে শুরু করে তারা। এ সময় আমাদের শিক্ষার্থীদের জিনিসপত্র পুড়ে যায়।

অনুরুদ্ধ ছাত্রী মেছের মালিক ডা. গোলাম মোস্তফা বলেন, আমার ভবনের প্রায় ৫টি রুম পুড়ে ছাই হয়ে গেছে। অন্যান্য রুমগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এত আমার ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ত্রিশাল,শশী ছাত্রী মেস,অগ্নিকাণ্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist