উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ২৪ এপ্রিল, ২০২৪

উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দুল আমিন নামের এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ডব্লিউ-এর ডি ব্লকের মসজিদের পাশে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত রোহিঙ্গা যুবক সৈয়দুল আমিন (৪৫) ওই ক্যাম্পের এ/১১ ব্লকের আশরাফ আলীর ছেলে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বুধবার (২৪ এপ্রিল) এ সব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কারা, কী কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে, পুলিশ তা এখনও নিশ্চিত নয়। তবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

ওসি শামীম হোসেন জানান, মঙ্গলবার রাতে রোহিঙ্গা ক্যাম্প-২ ডাব্লিউ-এর এ/১১ এর বাসিন্দা সৈয়দুল আমিনকে অজ্ঞাতপরিচয়ের দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই সৈয়দুল আমিনের মৃত্যু হয়। তবে স্থানীয় রোহিঙ্গারা আমিনকে উদ্ধার করে উখিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কত্যর্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ডাক্তার রোহিঙ্গা নিহতের খবর উখিয়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close