বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ২২ এপ্রিল, ২০২৪

শত্রুতার জেরে আড়াই বিঘা জমির ধান বিনষ্টের অভিযোগ

ছবি: প্রতিদিনের সংবাদ

দিনাজপুরের বিরামপুরে শত্রুতার জেরে কৃষক আব্দুস সালামের আড়াই বিঘা বোরো জমির ধানে আগাছা নাশক বিষ স্প্রে করেছে প্রতিপক্ষরা অভিযোগ উঠেছে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন ভুক্তাভোগী কৃষক।

এর আগে, গত ১৮ এপ্রিল রাতে উপজেলার রতনপুর দলদলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গত ২১ এপ্রিল রাতে বিরামপুর থানায় একটি অভিযোগ করেন তিনি।

ভুক্তাভোগী কৃষক অভিযোগে জানান, আব্দুস সালাম বর্গা নিয়ে বোরো ধান চাষ করে। ধান প্রায় পাকার পর্যায়ে। কিন্তু পূর্ব শত্রুতার জেরে দলদলিয়া কুর্শাখালী গ্রামের হোসেন আলীর ছেলে বুলবুল হোসেন’সহ অজ্ঞাতনামা কয়েক জন গত ১৮ এপ্রিল রাতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে বিনষ্ট করে দিয়েছে। পরে ২১ এপ্রিল রাতে বিরামপুর থানায় অভিযোগ ও গতকাল সোমবার দুপুরে বিরামপুর ইউএরও এর নিকট অভিযোগ করেন।

খানপুর ইউনিয়নের চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান বলেন, বিষাক্ত কীটনাশক স্প্রে করে বোরো ধানখেত নষ্ট করেছে। জানতে পেরে কৃষকের ধানখেত পরিদর্শন করেন। তিনি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এসময় খানপুর কৃষি উপ-সহকারী কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

বিরামপুর থানার উপপরিদর্শক তুহিন বাবু জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন বলেন, দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দিনাজপুরের বিরামপুর,ধানে আগাছা নাশক বিষ স্প্রে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close