উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২৭ মার্চ, ২০২৪

উল্লাপাড়ায় দুই পরিবারকে ঘর দিলেন ইউটিউবার মানিক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুটি দরিদ্র পরিবারে বসতঘর করে দিচ্ছেন ইউটিউবার ‘র ই মানিক’ (রফিকুল ইসলাম মানিক)।

বুধবার (২৭ মার্চ) উপজেলার সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর আলমের দহ এলাকায় পলিথিনের ছাউনির ঝুপড়ি ঘরে বসতি সাবিনা দম্পতির জন্য টিনের একটি ঘর নির্মাণ শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার উপজেলার বাঙ্গালা ইউনিয়নের খোজা খালী গ্রামের মোক্তার হোসেনের পুড়ে যাওয়া বসতভিটায় একটি ঘর নির্মাণ করে দিয়েছন মানিক।

এর আগে ২৪ মার্চ প্রতিদিনের সংবাদ এর ৯ পাতায় ‘উল্লাপাড়ায় পুড়ল দিনমজুরের বসতঘর, অন্যের বাড়িতে আশ্রয়’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।

বুধবার জগজীবনপুর আলমের দহ এলাকায় সাবিনার বাড়িতে লাল ও সবুজ রঙের টিনের ঘরটি নির্মাণ করে দেওয়ায় খুশি ওই দম্পতি। তারা ইউটিউবার মানিকের প্রতি কৃতজ্ঞতা জানান।

এছাড়া প্রায় আড়াই বছর ধরে আলমের দহ এলাকায় বাঁশের চটা ও পলিথিনের ছাউনির ঘরে বসবাস করে আসছিলেন সাবিনা দম্পতি, সাবিনার মা মিষ্ট খাতুন ও মেয়ে রোজিনার তিনটি পরিবার। এর মধ্যে বসতঘর পেয়ে খুশি সাবিনা দম্পতির পরিবার। এদিকে খোজা খালী গ্রামের মোক্তার হোসেনের বসতঘরটি পেয়ে খুশি হয়েছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close