জামালপুর প্রতিনিধি

  ১৪ মার্চ, ২০২৪

মুক্তিযোদ্ধা সেজে ভাতা উত্তোলনের অভিযোগ

ছবি: সংগৃহীত

জামালপুরে মুক্তিযোদ্ধা সেজে ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে শাহা আলম নামে ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় জহির উদ্দিন নামে ব্যক্তি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ দিয়েছেন।

শাহা আলম জামালপুর জেলার সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সাউনিয়া গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্র জানা যায়, ২ হাজার ৮১৩ গেজেট নম্বরে ৭ হাজার ৬৩৮ নম্বর মুক্তিযোদ্ধা তালিকায় ২০২১ সালের তৃতীয় ধাপে শাহা আলমের নাম অন্তর্ভুক্ত হলেও তার জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত সনদে জন্ম তারিখ ৬ ডিসেম্বর ১৯৭০ এখনো বিদ্যমান রয়েছে। ১৯৬৩ সালে জন্ম তার বড় ভাই দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক শরাফত আলী। তারপর আরো এক বোন জন্মের পরে শাহা আলমের জন্ম হয়। যুদ্ধকালীন সময়ে তিনি শিশু থাকলেও মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম অন্তর্ভুক্তিতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচিত সমালোচিত হচ্ছে বিষয়টি।

সরেজমিনে গেলে তার বড় ভাই শরাফত আলী বলেন, ‘শাহা আলম আমার ৮ বছরের ছোট। কেমনে তার নাম মুক্তিযোদ্ধার তালিকায় আসছে আমার জানা নাই।’

এ বিষয়ে সদর ইউএনও মেহনাজ ফেরদৌস বলেন, ‘অভিযোগের বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জামালপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close