খলিলুর রহমান, ভালুকা (ময়মনসিংহ)

  ০৯ মার্চ, ২০২৪

ভালুকায় দুই হাজার গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ

ছবি : প্রতিদিনের সংবাদ

ময়মনসিংহের ভালুকায় আব্দুল হেলিম মন্ডলের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রায় দুই হাজার দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। শনিবার (৯ মার্চ) দিনব্যাপী উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঢেউয়াতলি গ্রামে এর আয়োজন করে সুফিয়া-হেলিমওয়েল ফেয়ার ফাউন্ডেশন।

আয়োজকদের সূত্রে জানা গেছে, চিকিৎসকদের মধ্যে চিলেন মেডিসিন ও নিউরো রোগবিশেষজ্ঞ ক্যাপ্টেন (অব.) এম এ সালাম আকন্দ, স্ত্রী ও প্রসুতি রোগ বিশেষজ্ঞ নুসরাত নাঈমা, রোমানাবারী নিপা, ইফফাত আরা ইয়াসমিন, মেডিসিন ও শিশু রোগ বিশেষজ্ঞ হাসান মাহমুদ, আলিফ আহমেদ, মেডিসিন ও ডায়াবেটিক রোগ বিশেষজ্ঞ আলী আফজাল, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডরাফজান জানি আবির, চক্ষুরোগ বিশেষজ্ঞ আবিদ মজিদ ও দন্তরোগ বিশেষজ্ঞ উমাইয়া সুলতানা উমি।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু সাঈদ জুয়েল জানান, তার পিতা ও সমাজসেবক আব্দুল হেলিম মন্ডলের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রতিবছর বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে এলাকার দরিদ্র রোগীদের বিনামূলে চিকিৎসা ও ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভালুকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close