পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

  ০৮ মার্চ, ২০২৪

‘কৃষি ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করেই উন্নয়ন কর্মকাণ্ড করতে হবে’ 

ছবি: প্রতিদিনের সংবাদ

কৃষি ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করেই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার প্রতি গুরুত্বারোপ করেছেন নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা। দুর্যোগ কবলিত উপকূলীয় এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৮ মার্চ) খুলনার পাইকগাছায় পরিষদ মিলনায়তনে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তারা। লবণ পানি নিয়ন্ত্রণ ও সুপেয় পানি নিশ্চিত করতে করণীয় নির্ধারণে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।

বিশেষ অতিথিা বক্তব্য দেন পুলিশের ডিআইজি জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত ডিআইজি সানা শামিমুর রহমান, উপ সচিব মো. আশরাফ হোসেন, আলম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর।

সভায় সংসদ সদস্য মো. রশীদুজ্জামান বলেন, মিষ্টি পানির আধারগুলোতেও লবণাক্ততার মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি শঙ্কার। লবণাক্ততা ফসলের ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সমস্যা প্রতিরোধে এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণ না করলে বড় ধরনের বিপর্যয় দেখা দেবে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খুলনা,পাইকগাছা,এমপি,রশীদুজ্জামান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close