দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

  ০৮ মার্চ, ২০২৪

দুর্গাপুরে দুর্বৃত্তের আগুনে পুড়ল পানেরবরজ 

ছবি: প্রতিদিনের সংবাদ

রাজশাহীর দুর্গাপুরে র্দুবৃত্তদের দেওয়া আগুনে পুড়ল পানেরবরজ। গত বৃহস্পতিবার রাতের দিকে দুর্গাপুর উপজেলার কুশাডাঙ্গা গ্রামে এই আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন এলাকার পানচাষীরা।

শুক্রবার (৮ মার্চ) সকালে ইউপি সদস্য তামেজ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ মনসুরকে সরকারের কাছে কিছু অর্থ সহযোগীতার জন্য আবেদন করার পরামর্শ দেন ।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গ্রামবাসীরা প্রায় পৌনে এক ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নেভায়। এরই মধ্যে কুশাডাঙ্গা গ্রামের দিনমজুর পানচাষী মনসুর রহমানের ১০ কাঠা জমিতে ১০ পুন লগরের পান বরজ পুড়ে যায়।

পানচাষী মনসুর রহমান বলেন, ‘কে বা কারা আমার এতো বড় ক্ষতি করলো, আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম।’ আগুনে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান কুশাডাঙ্গা গ্রামের পানচাষীরা।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম এ বিষয়ে বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজশাহী,দুর্গাপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close