মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

  ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

‘নজরুল ইসলাম বাবু স্মৃতি পুরস্কার’ পেলেন আসাদুল্লাহ ও দুলাল

ছবি: প্রতিদিনের সংবাদ

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও গীতিকার নজরুল ইসলাম বাবু স্মৃতি পুরস্কার পেয়েছেন নাট্যজন আসাদুল্লাহ ফারাজী ও কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারগঞ্জের মির্জা আজম সাংস্কৃতিক কেন্দ্র প্রথমবার এই পুরস্কার ও নাগরিক সংবর্ধনার আয়োজন করে। মির্জা আজম সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক ওবায়দুর রহমান বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল মাহাবুবর রহমান রিপন। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, কবি ও ফোকলোর গবেষক ড. শিহাব শাহরিয়ার, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাদা বুলবুল ও নজরুল ইসলাম বাবু স্মৃতি পরিষদের সভাপতি শাহীন আক্তার।

মির্জা আজম সাংস্কৃতিক কেন্দ্রটি চলতি বছর থেকে প্রয়াত গীতিকার নজরুল ইসলাম বাবু স্মরণে এই পুরস্কার প্রবর্তন করে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জামালপুর,মেলান্দহ,নজরুল বাবু,স্মৃতি পুরস্কার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close