অভয়নগর (যশোর) প্রতিনিধি

  ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

অভয়নগরে

ওয়ার্ড যুবলীগ নেতা হত্যাকাণ্ডের তিন দিন পরে মামলা 

অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর যুবলীগ নেতা মুরাদ হোসেন। ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর যুবলীগ নেতা মুরাদ হত্যাকাণ্ডের তিন দিন পরে অভয়নগর থানায় হত্যা মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে (১৩ ফেব্রুয়ারি) নিহতের বোন লিলি বেগম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ আজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে মামলাটি করেন।

আসামিরা হলেন-পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আ. সালাম, শাহিন ফরাজী, কে এম আলি ওরপে (মো. আলি) রাসেল মিনাসহ ১০জন অজ্ঞাতনামা আরো কয়েকজন রয়েছে। এ হত্যাকাণ্ডের ৪দিন অতিবাহিত হলেও এখনো পযর্ন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ নিয়ে পরিবার ও এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম এ বিষয়ে বলেন, যুবলীগ নেতা মুরাদ হোসেন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।

এর আগে, ১১ ফেব্রুয়ারি রাতে নওয়াপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কুপিয়ে মুরাদ হোসেনকে হত্যা করে দুর্বৃত্তরা। পরে উত্তেজিত নেতাকর্মীরা ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালামের রেলগেটস্থ অস্থায়ী কার্যালয় ভাঙচুর করে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যশোর,অভয়নগর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close