টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ০৮ ফেব্রুয়ারি, ২০২৪

জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ

টঙ্গীতে প্রবর্তন সিটির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

ছবি: প্রতিদিনের সংবাদ

গাজীপুরের টঙ্গীতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে প্রবর্তন সিটির ব্যবস্থাপনা পরিচারক মো. মাহাবুব আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ ফেব্রুয়ারি) মধ্য রাতের দিকে মুদফা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে এ তথ্যটি নিশ্চিত করেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন।

জানা যায়, এ এস এম আব্দুল্লাহ আল জিয়া ও প্রফেসর ডা. ওহিদুজ্জামান ভুইয়া মিলে প্রবর্তন সিটির পাশে সাড়ে ২৪ শতাংশ জমি ২০০৬ সালে ক্রয় করেন । গত দুবছর আগে প্রবর্তন সিটি জমিটি মাঠি ভরাট করে তাদের দখলে নেয়। এ ব্যাপারে জমির মালিক প্রবর্তন সিটির কর্মকর্তাদের সঙ্গে কয়েকদাফায় বৈঠক করে কোনো কাজ না হওয়ায় জমির এক মালিক আব্দুল্লাহ আল জিয়া বাদী হয়ে বুধবার রাতে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর ওই দিন রাতেই প্রবর্তন সিটির মালিক মাহাবুবকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,টঙ্গী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close