চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

  ০৭ ফেব্রুয়ারি, ২০২৪

চরফ্যাশন

হাসপাতালে মরদেহ রেখে চম্পট স্বামীর, হত্যার অভিযোগ

ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশনে হাসপাতালে গৃহবধূ আসমা বেগমের (২৬) মরদেহ রেখে পালিয়ে গেছেন স্বামী আজাদ মাঝি। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজাদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধরের পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ তুলেছে আসমার পরিবার। মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের ওমরাবাজ গ্রামে এ ঘটনা ঘটে। আসমা বেগম উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের পশ্চিম এওয়াজপুর গ্রামের আবদুর রশিদ ঢ়ারির মেয়ে।

জানা যায়, মঙ্গলবার বিকেলে আসমাকে মারধরের পর মুখে বিষ ঢালেন স্বামী আজাদ। পরে সন্ধ্যায় গৃহবধূর অবস্থার অবনতি হলে তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়া হয়। রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধু মারা গেলে স্ত্রীর মরদেহ হাসপাতালের বেডে রেখে পালিয়ে যান স্বামী আজাদ। পরে রাতেই শশীভূষণ থানা-পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এবং বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠান।

আসমা বেগমের মা জাহানারা বেগম বলেন, আসমা-আজাদ দম্পতির ঘরে তিনটি মেয়ে রয়েছে। তৃতীয় মেয়ের জন্মের পর থেকেই আজাদ নানা অজুহাতে আসমাকে প্রায় মারধর করত। মঙ্গলবার বিকেলেও মেয়েকে মারধর করা হয়। রাতে আজাদ ফোন করে জানান, আসমা ডায়রিয়ায় আক্রান্ত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে আসমাকে মৃত অবস্থায় দেখতে পান বলে জানান জাহানারা বেগম।

গৃহবধূর মেয়ে শিশু সামিয়া বলেন, ‘বাবা তার মাকে লাঠি দিয়া পিটাইছে। পরে মা ঘুমাইয়া গেছে। মাকে ডাকছি মা উঠে নাই।’

ঘটনার পরেই স্বামী আজাদ মাঝিসহ তার পরিবারের সদস্যরা পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এনামূল হক জানান, ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভোলা,চরফ্যাশন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close