reporterঅনলাইন ডেস্ক
  ৩১ জানুয়ারি, ২০২৪

সিলেটে ২৩ দিন পর পাথর আমদানি শুরু

অ্যাসেসমেন্ট ভ্যালু বাড়ানোর প্রতিবাদে টানা ২৩ দিন সিলেট বিভাগের সব স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে পাথর আমদানি বন্ধ ছিল। বুধবার থেকে ফের পাথর আমদানি শুরু হচ্ছে।

মঙ্গলবার আমদানিকারক সংগঠনের নেতারা এবং কমিশনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সিলেট কমিশনারেটের সঙ্গে যৌথ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।

পাথর ও চুনাপাথর আমদানিতে শুল্ক (অ্যাসেসমেন্ট ভ্যালু) বাড়ানোর প্রতিবাদে গত ৭ জানুয়ারি থেকে আমদানি বন্ধ রাখেন আমদানিকারকরা।

তখন আমদানিকারকরা অভিযোগ করেন, গত চার মাসের মধ্যে দুবার পাথর আমদানিতে অ্যাসেসমেন্ট ভ্যালু বাড়িয়েছে কাস্টমস। এতে আমদানিকারদের লোকসানের মুখে পড়তে হবে।

এদিকে, আমদানি বন্ধ থাকায় রাজস্ব হারায় সরকার। আর স্থলবন্দর ও শুল্ক স্টেশনের লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েন।

এ অবস্থায় মঙ্গলবার নগরীর উপশহরস্থ কাস্টমস অফিসে কাস্টমস কর্মকর্তা ও আমদানিকারকরা বৈঠকে বসেন। বৈঠকে পাথর আমদানিতে অ্যাসেসমেন্ট ভ্যালু ১.২৫ ডলার বাড়ানোর ৭৫ সেন্ট বাড়ানোর সিদ্ধান্ত হয়। এরপর আন্দোলন প্রত্যাহার করে বুধবার থেকে পাথর আমদানি শুরুর ঘোষণা দেন ব্যবসায়ীরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিলেট,পাথর আমদানি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close