চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ২৯ জানুয়ারি, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে ‘জিআই পণ্য ফজলি আম উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন

ছবি : প্রতিদিনের সংবাদ

ফজলি আমের জিআই প্রাপ্তিসহ নানা তথ্য নিয়ে প্রকাশিত হয়েছে জিআই পণ্য ‘ফজলি আম উপাখ্যান’। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজের এনএম খান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে গ্রন্থটির প্রকাশনা সংস্থা বরেন্দ্র কৃষি উদ্যোগ।

চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র কৃষি উদ্যোগের স্বত্বাধিকারী মুনজের আলম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রন্থের লেখক জাহাঙ্গীর সেলিম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বৃক্ষপ্রেমী কার্তিক পরামানিক, নওগাঁয় কৃষি জাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর শাহ, কলেজের উপাধ্যক্ষ আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক পলাশ সরকার, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা ফারুকুর রহমান ফয়সল, প্রবীণ সাংবাদিক সামশুল ইসলাম প্রমুখ।

লেখক জাহাঙ্গীর সেলিম বলেন, দেশে আমবিষয়ক প্রকাশনা হাতেগোনা। তবে এই গ্রন্থটির ধরণ আলাদা। এতে হালনাগাদ অনেক তথ্য-উপাত্ত, পরিসংখ্যান, আম উৎপাদন, বিপণন ও রপ্তানির ক্ষেত্রে সরকারের দৈনতাও সঠিকভাবে চিত্র তুলে ধরা হয়েছে। যা ভবিষ্যতে আম বিষয়ে গবেষণা ও তর্ক-বিতর্কের ক্ষেত্রে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গ্রন্থের মোড়ক উন্মোচন,ফজলি আম,চাঁপাইনবাবগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close