বগুড়া প্রতিনিধি

  ২৭ জানুয়ারি, ২০২৪

বগুড়ায় এনআরবিসি ব্যাংকের সিন্দুক কেটে ৯ লাখ টাকা চুরি

ছবি: প্রতিদিনের সংবাদ

বগুড়া সদরের পল্লী মঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে ৯ লাখের বেশি টাকা চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। শনিবার (২৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে একাধিক টিম কাজ করেছে। ব্যাংকের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।

শনিবার উপশাখার ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ব্যাংকিং সময় শেষ হয়ে যাওয়ায় ৯ লাখের বেশি টাকা সিন্দুকে রেখেই চলে যাই। পরে শুনি সিন্দুক কেটে সব টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ওসি সাইহান ওলিউল্লাহ জানান, দুইতলা বাড়ির নিচে বাম পাশে এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম চলে। ডান পাশে এসকেএস এনজিও এবং এর সোজা বাড়িওয়ালা থাকেন। আর ওপরতলায় তিনটা পরিবার থাকেন। সকালে ব্যাংকের কক্ষ খোলা দেখে বাড়িওয়ালা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়।

ওসি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ছাদে উঠে চিলেকোঠার দরজা দিয়ে ঢুকে ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরি করেছে। সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বগুড়া,ব্যাংক,চুরি,টাকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close