মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ)

  ২০ জানুয়ারি, ২০২৪

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় স্মার্ট পুরস্কারের ঘোষণা

ছবি : প্রতিদিনের সংবাদ

মানিকগঞ্জের সিংগাইরে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আগামীতে স্মার্ট পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন, যেহেতু দেশ স্মার্টের দিকে এগিয়ে যাচ্ছে বিজয়ীদের হাতে পুরস্কার হতে হবে স্মার্ট। যা স্মৃতি হিসেবে ঘরে রাখা যায়। পরবর্তী প্রজন্মে যাতে দেখে।

শনিবার (২০ জানুয়ারি) ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল এ শ্লোগান নিয়ে বিকাল ৪ টার দিকে সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি সিংগাইর শাখার আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো.হাবিবুল বাশার চৌধুরী।

এ সময় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.আক্রাম হোসাইন, তালেবপুর ইউপি চেয়ারম্যান মো.রমজান আলী প্রমুখ। এ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা,বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ক্রীড়া প্রতিযোগিতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close