মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০২৪

মঠবাড়িয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ ইউএনওর 

ছবি: প্রতিদিনের সংবাদ

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর শহরের প্রাণকেন্দ্র বালুর মাঠের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম। পৌরবাসীর সকাল-বিকেল ব্যায়াম বা হাঁটাহাঁটির জন্য মিনি পার্ক স্থাপনে শনিবার (২০ জানুয়ারি) বালুর মাঠ পরিদর্শনে নিয়ে তিনি এ নির্দেশনা দেন।

মঠবাড়িয়া নাগরিক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান বলেন, এক শ্রেণির অসাধু দোকান মালিকরা বিভিন্ন কৌশলে দোকানের পেছন থেকে দখল করে দেকানের পরিধি বৃদ্ধি করেছেন। পাশাপশি এটা ময়লার ভাগারে পরিণত হয়েছে। বালুর মাঠটির সৌন্দর্যে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়ায় প্রশাসনকে ধন্যবাদ। জানান। একই সঙ্গে তিনি এই মাঠের দক্ষিণাংশে কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপনের জন্য এমপি ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম বলেন, বালুর মাঠের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (আগামীকাল) থেকে বালু ভরাটের কাজ শুরু হবে। বালুর মাঠটি দৃষ্টিনন্দন করা হবে। যাতে পৌরবাসী সকাল-বিকেল ব্যায়াম বা হাঁটাহাঁটি করতে পারেন।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পিরোজপুর,মঠবাড়িয়া,উচ্ছেদ,নির্দেশ,ইউএনও
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close