কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০২৪

কসবায় পিঠা উৎসব

ছবি: প্রতিদিনের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্কলারস ইন্সটিটিউটের উদ্যোগে স্থানীয় কোয়ালিটি স্কুল প্রাঙ্গণে শনিবার (২০ জানুয়ারি) দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অরুপ পাল।

বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন, উপজেলা মৎস কর্মকর্তা মেহেদি হাসান, বেসরকারি সংস্থা ওডিপির চেয়ারম্যান আজিজুল ইসলাম বাচ্চু, কসবা কোয়ালিটি স্কুল এর অধ্যক্ষ আল আমিন, পরিচালক সাইদুর রহমান, স্কলারস ইন্সটিটিউটের পরিচালক সালাউদ্দিন ও গোলাম কিবরিয়া মুন্না।

পিঠা উৎসবে কসবা স্কলারস ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা বাংলার নানা ঐতিহ্যবাহী পিঠা-পুলি বানিয়ে আনেন। অতিথিরা স্টল ঘুরে দেখেন ও বিভিন্ন পিঠার স্বাদ গ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথিরা স্কলারসের উদ্যোগকে সাধুবাদ জানান।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্রাহ্মণবাড়িয়,কসবা,পিঠা উৎসব,দিনব্যাপী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close