ইবি প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০২৪

ইবিতে সোমবার থেকে সপ্তাহে পাঁচদিন চলবে ক্লাস পরীক্ষা

ছবি: প্রতিদিনের সংবাদ

করোনা ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী ২৫ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে গত বছরের ৩০ জুলাই থেকে সপ্তাহে একদিন সোমবার সর্বপ্রকার ক্লাস কার্যক্রম অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেয় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

এ সিদ্ধান্তের শুরু থেকেই বিরোধিতা করে আসছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। অনলাইন ক্লাসের সিদ্ধান্তের পরেও বেশিরভাগ বিভাগের ক্লাস না হওয়ায় দীর্ঘদিন ধরে এ সিদ্ধান্ত বাতিল করে স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ফেরার দাবি করে আসছিল শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থীদের বিরোধিতা এবং এ সিদ্ধান্তের কার্যত কোনো সুফল না পাওয়ায় এবার সোমবার চালু থাকা অনলাইন ক্লাস বন্ধ করে অফলাইনে আগের নির্ধারিত সময়ে ক্লাস পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২০ জানুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এইম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে পুনরায় অফলাইন ক্লাসে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইবি,করোনা,ক্লাস,পরীক্ষা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close