কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

  ১৯ জানুয়ারি, ২০২৪

কালীগঞ্জে অসময়ের বৃষ্টিতে কোটি টাকার কাঁচা ইট নষ্ট 

ছবি: প্রতিদিনের সংবাদ

ঝিনাইদহের কালীগঞ্জে অসময়ের বৃষ্টিতে নষ্ট হয়েছে কোটি টাকার কাঁচা ইট। বৃষ্টিতে উপজেলার ১৬টি ইটভাটায় কেঁটে রাখা প্রায় ৩০ লাখ কাঁচা ইটের ক্ষতি হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার (১৭-১৮ জানুয়ারি) দুই দিনের বৃষ্টিতে ভাটাগুলোতে কাঁচা ইট পানিতে ভিজে মাটিতে মিশে গেছে।

কালীগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক বি এম ব্রিকস এর স্বত্বাধিকারী মোহাম্মদ কামাল উদ্দিন চুন্নু জানান, বৃষ্টিতে উপজেলার ইটভাটাগুলোতে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হয়েছে। উপজেলার ১৬ টি ইটভাটায় কেঁটে রাখা কাঁচা ইট সব ভিজে মাটিতে মিশে গেছে। অনেকে পলিথিন দিয়ে ইট রক্ষার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইট ভাটার মালিকরা বলে জানান তিনি।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইটভাটা ঘুরে দেখা গেছে, শুকানোর জন্য প্রস্তুত করে রাখা কাঁচা ইট বৃষ্টির পানিতে ডুবে আছে । ভেজা ইটগুলো প্রায় সব গলে গেছে। কিছুু কাঁচা ইট খামাল করে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। এ ছাড়া চুল্লিতে পোড়ানোর জন্য সাজানো ইটও গলে গেছে। এখন আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় শ্রমিকরা ইট রক্ষার চেষ্টা করছেন।

কালীগঞ্জ সুপার ব্রিকস ম্যানুফ্যাকচার নামক ইটভাটার স্বত্বাধিকারী সাব্বিরুল ইসলাম বলেন, হঠাৎ বৃষ্টিতে মাঠে থাকা সব ইট পলিথিন দিয়ে ঢাকা সম্ভব হয়নি। বৃষ্টিতে আমার কয়েক লাখ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। শুধু আমার নয় এ বৃষ্টিতে উপজেলায় সবকটি ইটভাটার কাঁচা ইট নষ্ট হয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঝিনাইদহ,কালীগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close