শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ১৯ জানুয়ারি, ২০২৪

পাটুরিয়ায় ফেরিডুবি

তিন দিনেও  খোঁজ মেলেনি  হুমায়নের

ছবি: প্রতিদিনের সংবাদ

মানিকগঞ্জের পাটুরিয়ার পদ্মা নদীতে রজনীগন্ধা ফেরি ডুবির তিন দিনেও নিখোঁজ হুমায়ন কবীরের সন্ধান মেলেনি বলে জানিয়েছেন রজনীগন্ধা ফেরির যান্ত্রিক চালক ও আরিচা অঞ্চলের ওয়াকার্স ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে এ কথা জানান তিনি।

ফেরি ডুবির ঘটনা শুনে গত বুধবার রাতে তিনি ভাইয়ের সন্ধানে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্তু তিন দিনেও নিখোঁজ ভাইয়ের সন্ধান মেলেনি। ভাইয়ের জন্য পাটুরিয়া ৫ নম্বর ঘাটের পাড়ে বসে বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন তিনি।

জানা যায়, হুমায়ন কবীরের বাড়ি পিরোজপুরের মাটিভাঙ্গা এলাকায়। তিনি এক ছেলে ও দুই মেয়ের বাবা। গত তিন দিনে ডুবুরিদল একটি কাভার্ড ভ্যান ও দুই ট্রাক উদ্ধার করতে পরলেও নিখোঁজ হুমায়ন কবীরকে উদ্ধার করতে পারেনি।

এর আগে, গত বুধবার সকাল ৮টার দিকে পাটুরিয়ায় রজনীগন্ধা ফেরিটি ঘন কুয়াশার কারণে নোঙর করে থাকা অবস্থায় পদ্মা নদীতে ডুবে যায়।

আরিচা অফিসের বিআউডব্লিউটিসির ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, ফেরিটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় আজ শুক্রবার এসেছে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাটুরিয়া,মানিকগঞ্জ,পদ্মা নদী,ফেরিডুবি,নিখোঁজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close