কুষ্টিয়া প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০২৪

কুষ্টিয়ায় চাল বাজারে অভিযান

ছবি: প্রতিদিনের সংবাদ

কুষ্টিয়ার চাল বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। কয়েকটি পাইকারী ও খুচরা দোকান ঘুরে ৩টি দোকানকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার চৌড়হাসে চালের দোকান থেকে অভিযান শুরু করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য অধিদপ্তর ও পুলিশ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার বলেন, প্লাস্টিকের বস্তায় চাল রাখা ও মূল্য তালিকার সঙ্গে দরের সমন্বয় না থাকার অভিযোগে ৩টি দোকানকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আরো ১ জনকে জরিমানা করেছে। চাল মজুদ বা অতিরিক্ত দামে বিক্রির বড় ধরণের কোনো অনিয়ম পায়নি বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুষ্টিয়া,ভ্রাম্যমাণ আদালত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close