মল্লিক খলিলুর রহমান, অভয়নগর (যশোর)

  ১৭ জানুয়ারি, ২০২৪

অভয়নগরের ভৈরব নদ

৮০০ টন কয়লা নিয়ে কার্গো ডুবি, দুদিনেও হয়নি উদ্ধার

ছবি: প্রতিদিনের সংবাদ

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদে প্রায় ৮০০ টন কয়লা ভর্তি একটি কার্গো জাহাজ ডুরি হয়েছে। এই ঘটনার দুদিন পেরিয়ে গেলেও বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত এর উদ্ধার তৎপরতা শুরু হয়নি বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ভাটপাড়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় এমভি পূর্বাঞ্চল-৭ নামে কয়লা ভর্তি কার্গোটির তলা ফেটে নদে ডুবে যায়। এ সময় কার্গোতে প্রায় ৮০০ টন কয়লা ছিল।

ডুবে যাওয়া কার্গো মাস্টার এনায়েত জানান, ৪ জানুয়ারি বাগেরহাটের মোংলা উপজেলার হাড়বাড়িয়া থেকে প্রায় ৮০০ টন কয়লা নিয়ে রওনা দিয়ে পরের দিন সন্ধ্যায় নওয়াপাড়া বন্দরে পৌঁছায় কার্গোটি। নৌ-বন্দরে নোঙর করার সিরিয়াল না পেয়ে নওয়াপাড়ার অদূরে ভাটপাড়া খেয়াঘাটে সংলগ্ন জাহাজটি নোঙর রাখা হয়। নোঙর করা অবস্থায় মঙ্গলবার দুপুরে জাহাজের তলাদেশ ফেটে যায়। অল্প সময়ের মধ্যে নদে ডুবে যায় কয়লা ভর্তি জাহাজটি। এ সময় জাহাজে থাকা কর্মীরা সাঁতরে নদের তীরে উঠে আসে।


  • নওয়াপাড়া বন্দরে সিরিয়াল না পেয়ে অদূরের ভাটপাড়া খেয়াঘাটে সংলগ্ন নোঙর।
  • মঙ্গলবার দুপুরে কয়লা বোঝাই জাহাজের তলাদেশ ফেটে নদে ডুবে যায়।

নওয়াপাড়া নৌ-বন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ মঙ্গলবার জানান, কার্গো জাহাজটিতে জেএইচএম গ্রুপের আমদানি করা কয়লা ছিল। ঘাটে সিরিয়ার না পেয়ে বন্দর সংলগ্ন ভাটপাড়া এলাকায় নোঙর করে রাখা ছিল। জাহাজটি ডুবে যাওয়ার খবর জানতে পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় বন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ জানান, কয়লা নিয়ে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধার তৎপরতা এখনো শুরু হয়নি। ডুবে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে বন্দরে নৌ চলাচল স্বাভাবিক রয়েছে।

কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান জেএইচএমর নওয়াপাড়া কার্যালয়ের কর্মকর্তা জগদীশ চন্দ্র মন্ডল বলেন, জাহাজে ৮০০ টন কয়লা ছিল। ডুবে যাওয়া জাহাজের কয়লা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় অভয়নগর থানায় সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যশোর,অভয়নগর,কার্গো ডুবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close