ফরিদপুর প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০২৪

আনন্দ শোভাযাত্রা

ফরিদপুর-১ আসনবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে চলেছে : আব্দুর রহমান

ছবি : প্রতিদিনের সংবাদ

স্বাধীনতার পর এই প্রথম মন্ত্রি পেয়ে আনন্দের জোয়ারে ভাসছে ফরিদপুর-১ আসনবাসী। এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের আনন্দ শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি পৌরসদরের চৌরাস্তাস্থ বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ থেকে আনন্দ শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয় নেতাকর্মীরা। বুধবার থেকে সংসদ সদস্য আব্দুর রহমান এমপি মন্ত্রী হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়লে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সরাসরি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। এ সময় নেতাকর্মীদের মিষ্টি বিতরণসহ আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায়।

ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নিয়েছেন। আব্দুর রহমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দ্বায়িত্ব পাচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এলাকাবাসী জানান, মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে ইতিপূর্বে একাধিকবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও এ আসনে কেউ মন্ত্রিত্ব পাননি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে দলটির প্রেসিডিয়াম সদস্য, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় তাকে মন্ত্রী করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আনন্দে ভাসছেন তিন উপজেলাসহ ফরিদপুরের বিভিন্ন পেশাজীবী মানুষ।

আনন্দ শোভাযাত্রা শেষে পথসভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, সাধারণ সম্পাদক শাহাজাহন মীরদাহ্ পিকুল, পৌর আওয়ামী লীগের আহবায়ক ও পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আক্তার তপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকি, উপজেলা কৃষকলীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল শিকদার, সাধারণ সম্পাদক এসএম বাকের ইদ্রিস, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক প্রমুখ।

পথসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন বলেন, ফরিদপুর-১ আসন আওয়ামী লীগের ঘাটি। আমরা প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রহমানকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করেছি। এই প্রথম এলাকার মানুষকে মন্ত্রী দিয়ে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ফরিদপুর-১ আসনের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

বঙ্গভবনের দরবার হলে উপস্থিত হয়ে মন্ত্রিসভায় ডাক পাওয়া ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান এক প্রতিক্রিয়ায় জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে মন্ত্রীর স্বীকৃতিতে মনের মধ্যে আনন্দ বিরাজ করছে। একই সঙ্গে আমার নির্বাচনী এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে চলেছে। আমার মধ্যে আত্মবিশ্বাস ছিলো, নির্বাচনে জয়লাভের পর বঙ্গবন্ধুকন্যা হয়তো এবার সরকারে রাখতেও পারেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দ্বায়িত্ব পাচ্ছেন বলেও তিনি নিশ্চিত করেন।

বুধবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। এ উপলক্ষে ১ হাজারেরও বেশি অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়েছে বঙ্গভবন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আনন্দ শোভাযাত্রা,স্বপ্নপূরণ,ফরিদপুর-১ আসন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close