কনক দেব, শিবগঞ্জ (বগুড়া)

  ১১ জানুয়ারি, ২০২৪

শিবগঞ্জে ‘লেট ব্লাইট’ আক্রান্ত ১৫০ হেক্টর খেতের আলু

ছবি: প্রতিদিনের সংবাদ

বগুড়ার শিবগঞ্জে সান-সাইন জাতের আলু লেট ব্লাইট (নাবী ধ্বসা) রোগে আক্রান্ত হওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন চাষিরা। জানা যায়, এই উপজেলায় সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে কৃষকরা আলু উৎপাদন করেছে। এর মধ্যে ১৫০ হেক্টর জমির আলুতে এ রোগ দেখা দিয়েছে।

সরেজমিনে উপজেলার বিহার, ধামাহার, গুজিয়া, মোকামতলা, বুড়িগঞ্জ, আটমুল, পৌর এলাকার সুলতানপুর নয়াপাড়া গ্রামের মাঠে চাষি রুহুল উদ্দীন, মীরের চক গ্রামের মিনহাজ, শব্দলদিঘী গ্রামের দুলাল মিয়া, নয়াপাড়া গ্রামের আজমল হোসেন, কৃষিবিদ শাহিনুর মাস্টার জানান, গত কয়েকদিন ধরে বৈরী আবহাওয়ার কারণে তাদের আলুর গাছে লেট ব্লাইট রোগ দেখা দিয়েছে। এর ফলে আলুগাছে পচন ধরায় তারা শঙ্কিত। এ জাতের আলু ৭০ দিনের ফসল অথচ আলুর গাছের বয়স ৪০-৪৫ দিন হচ্ছে। এখনই এ রোগ দেখা দেওয়ায় এবং ওষুধ স্প্রে করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। দুশ্চিন্তায় পড়েছেন তারা। আলুর বীজ, সারসহ প্রতি বিঘায় প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। তবে এ রোগের কারণে তাদের লোকসান গুণতে হচ্ছে বলেও জানান তারা।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার প্রতিদিনের সংবাদকে বলেন, আবহাওয়া ও নিম্নমানের বীজের কারণে এ রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। এ রোগ দমনে মেনকোজে গ্রুপের ছত্রাকনাশক ওষুধ তিন থেকে পাঁচ দিন পর পর নিয়মিত স্প্রে করতে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ইতোমধ্যে কৃষি অফিসের আওতায় উঠান বৈঠক, লিফলেট বিতরণসহ তাদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে।

পিডিএস/জেডক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বগুড়া,শিবগঞ্জ,আলু,লেট ব্রাইট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close