ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

  ১০ জানুয়ারি, ২০২৪

নবনির্বাচিত এমপি কামারুল

‘কালো টাকা আমার নাই, ১৫ বছর ধরে ইনুর আছে’

ছবি: প্রতিদিনের সংবাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন তার বিপক্ষে কাজ করেছে বলে দাবি করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) কামারুল আরেফিন। তিনি বলেন, ‘কালো টাকা আমার নাই, কালো টাকা ১৫ বছর ধরে উনার (ইনুর) আছে। আর প্রশাসন বরং আমার বিপক্ষে কাজ করেছে। নির্বাচনের আগে আমার পাঁচজন কর্মীকে গ্রেপ্তার করেছে।’

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে নবনির্বাচিত এমপি কামারুল আরেফিনকে সংবর্ধনা দেয় উপজেলা আওয়ামী লীগ। এতে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি ওই কথা বলেন।

সাংবাদিকের আরেক প্রশ্নের উত্তরে কামারুল আরেফিনকে বলেন, ‘আমাকে উন্নয়ন করতে হবে। কারণ উন্নয়ন বিমুখ একজন এমপির বিরুদ্ধে জনগণ আমাকে মনোনীত করেছে। জনগণের আকাক্সক্ষা পূরণের জন্য যতটুকু সম্ভব ততটুকু আমি করব।’

বক্তৃতায় কামারুল আরেফিন বলেন, ‘আমাকে নির্বাচিত করায় আমি ভেড়ামারাবাসীর প্রতি কৃতজ্ঞ, ভেড়ামারার উন্নয়নে কাজ করে যাব। প্রবাসীদের ট্রেনিংয়ের জন্য একটি প্রতিষ্ঠান খুলব, যাতে তারা দক্ষ কর্মী হিসেবে বিদেশে যেতে পারেন।’

সভায় আরো বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম সানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মমতাজ হোসেন পলি।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুষ্টিয়া,ভেড়ামারা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close