জামালপুর প্রতিনিধি

  ০৯ জানুয়ারি, ২০২৪

জামালপুরে পরিত্যক্ত মর্টার শেলের বিস্ফোরণ ঘটাল সেনাবাহিনী

ছবি: প্রতিদিনের সংবাদ

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের কোজগড় এলাকায় পরিত্যাক্ত একটি মর্টার শেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঘাটাইল ক্যান্টনমেন্টের ক্যাপটেন মুনতাছিরের নেতৃত্ব মর্টার শেলটির বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ সূত্র জানায়, জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের কেন্দুয়া ইউনিয়নের কোজগড় এলাকায় একটি আলুর ক্ষেতে গত সোমবার বিকেলর দিকে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেলের সন্ধান পায় স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে সোমবার রাতে নিরাপত্তার জন্য পুুরো এলাকাটি ঘিরে রাখার ব্যবস্থা করেন।

ক্যাপ্টেন মুনতাছির জানান, মর্টার শেলটি অনেক পুরোনো। এটা মুক্তিযুদ্ধের সময় ব্যবহার হতো। নতুন কোনো বিস্ফোরক নয়। তবে নির্বাচনী কেন্দ্রের সামনে আতঙ্ক ছড়াতে দুর্বৃত্তরা এটি রেখেছিল বলে ধারণা তার।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জামালপুর,মর্টার শেল,বিস্ফোরণ,সেনাবাহিনী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close