সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৩ জানুয়ারি, ২০২৪

সীতাকুণ্ডে শর্টসার্কিটে পুড়ল ৫ দোকান 

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের নামার বাজার এলাকায় পুড়ে যাওয়া দোকানগুলো। ছবি: প্রতিদিনের সংবাদ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটে পাঁচটি দোকান পুড়েছে। বুধবার (৩ জানুয়ারি) ভোরের দিকে বাড়বকুণ্ডের নামার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগীদের দাবি বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিসের গাফিলতির কারণে পাঁচটি দোকান পুড়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তাদের দাবি।

জানা যায়, বিদ্যুৎ অফিসে একাধিকবার মোবাইল ফোনে কল করলেও তাদের কোনো সাড়া মেলেনি বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয়রা বিদ্যুৎ অফিসে গিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে। ততক্ষণে ৫টি দোকান পুড়ে গেছে।

ভুক্তভোগী রুবেল বলেন, আমি ১৮ থেকে ২০ বছর ধরে ইভেন্টের কাজ করছি। আমার এত বছরের কষ্টের অর্জিত ব্যবসায়ী প্রতিষ্ঠান চোখের সামনেই পুড়ে গেল। বিদ্যুৎ অফিস যদি সময় মতো কল রিসিভ করতো তাহলে এত ক্ষতি হতো না।

বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিয়াজুল হক বলেন, ঘটনাটি ভোরের দিকে হওয়াতে সেবাদানে একটু বিঘ্ন হয়েছিল। পরে লোকজন গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেছে।

সীতাকুণ্ডের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নরুল আলম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

পিডিএস/আরিডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,সীতাকুণ্ড,অগ্নিকাণ্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close