প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৮ মে, ২০২৩

জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী

বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে দেশের কল্যাণে নিবেদিত থাকার আহ্বান

ছবি : প্রতিদিনের সংবাদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। রবিবার (২৮ মে) অনুষ্ঠিত অনুষ্ঠানের মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, অলোচনা সভা। এ ছাড়াও ছিল বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান, স্কুল-কলেজের শিক্ষার্থীদেও মধ্যে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা।

দিনটি উপলক্ষে মাগুরার শালিখায় আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ আজ উন্নয়নের সুফল ভোগ করছে। আর এটি সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায়। নিঃসন্দেহে বলা যায় যে, দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই।’

রবিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদেও সভাকক্ষে প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কামাল হোসেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু।

উম্মে তাহমিনা মিতু বলেন, ‘বঙ্গবন্ধু নতুন প্রজন্মের মানুষের জন্য এক জন আদর্শ মানুষ। তাই নতুন প্রজন্মের মানুষকে বঙ্গবন্ধুর জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশ ও দশের কল্যাণে নিবেদিত থাকা প্রয়োজন, তাহলেই আজকের বাংলাদেশ আগামী দিনে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে পরিণত হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, শালিখা থানা ওসি মোশাররফ হোসেনসহ অন্যরা।

আমাদের অন্য প্রতিধিদের পাঠানো খবর :

নবাবগঞ্জ (ঢাকা) :

ঢাকার নবাবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাই চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান। অন্যদের মধ্যে ছিলেন, নবাবগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রাশেদ মামুন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, মো. জলিল বেপারী, হুমায়ুন কবির, আজিজুর রহমান আজিম, একেএম মনিরুজআমান তুহিন, শিরিন চৌধুরী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোহার (ঢাকা) :

ঢাকার দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মোস্তাফিজুর রহমান, দোহার পৌরসভার মেয়র মো. আলমাস উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন, দোহার থানার ওসি তদন্ত আজহারুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, বিলাসপুর ইউপি চেয়ারম্যান রাশেদ চোকদার, বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, ফজলুল হকসহ অন্যরা।

ডিমলা (নীলফামারী) :

নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, ডিমলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ অন্যরা।

মানিকছড়ি (খাগড়াছড়ি) :

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী। বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন খীসা, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন চৌধুরী।

ঘাটাইল (টাঙ্গাইল) :

ঘাটাইল উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউএনও মুনিয়া চৌধুরী। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু। অন্যদের মধ্যে বক্তব্য দেন ঘাটাইল ব্রাহ্মণশাসন কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ওবায়দুল হক খান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিয়ুর রহমান খান, শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, লক্ষিন্দর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, রসুলপুর ইউপি চেয়ারম্যান কাজী মাহবুব উল হক মাছুদ, সন্ধানপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বেলাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান মাহমুদ।

দুমকি (পটুয়াখালী) :

পটুয়াখালীর দুমকিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিন, সরকারি জনতা কলেজের অধ্যক্ষ আ. লতিফ হাওলাদার, ওসি (তদন্ত) মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আকন সেলিম, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার প্রমুখ।

আটোয়ারী (পঞ্চগড়) :

পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন আটোয়ারী থানার ওসি মো. সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নুরজাহান খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান, সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।

বাউফল (পটুয়াখালী) :

পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী, মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক সোহরাব হোসেনসহ অন্যরা।

দাউদকান্দি (কুমিল্লা) :

কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মহিলা ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব চৌধুরী, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার, সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, মডেল থানার ওসি মাহাম্মদ আলমগীর ভূঞা, জেলা পরিষদের মহিলা সদস্য জেবুন নেচ্ছা জেবু, কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেনসহ অন্যরা।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান।

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, রহনপুর রাবেয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী রাইসা জান্নাতসহ অন্যরা।

মেলান্দহ (জামালপুর) :

জামালপুরের মেলান্দহে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজাদুর রহমান ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান ও সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম।

বকশীগঞ্জ (জামালপুর) :

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সরকারি গণগ্রন্থারে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় এ সময় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা , বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল মান্নান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জুলিও কুরি শান্তি পদক,বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close