রাশেদুল ইসলাম, কক্সবাজার

  ২৬ মে, ২০২৩

কক্সবাজার পৌরসভা নির্বাচনে আজ প্রতীক বরাদ্দ

মেয়র ও পাঁচ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভার নির্বাচন। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। একজন মেয়র প্রার্থীসহ ৫ কাউন্সিলর প্রার্থী প্রত্যাহার করে নিলেন মনোনয়নপত্র৷ আজ (২৬ মে) প্রতীক বরাদ্দ হবে প্রার্থীদের মধ্যে৷

প্রত্যাহার করা মেয়রপ্রার্থী হলেন সাবেক মেয়র সরওয়ার কামাল৷ ৫ কাউন্সিলর প্রার্থী হলেন—১নং ওয়ার্ডের সাইফুল ইসলাম লিটন, একই ওয়ার্ডের রিদুয়ান রশিদ, ৩নং ওয়ার্ডের আবুল হোসেন, ৬নং ওয়ার্ডের মো. শাহাজাহান এবং ১২নং ওয়ার্ডের শামীম আহম্মেদ।

জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেন৷ তিনি জানান, কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৭ মেয়র প্রার্থীসহ ৮৮ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন৷ এরমধ্যে একজন মেয়র প্রার্থী ও ৫ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলেন৷

পৌর নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি এবং নানা অনিয়ম ও তার সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ তুলেছেন মনোনয়ন প্রত্যাহার করা মেয়র প্রার্থী ও সাবেক মেয়র সরওয়ার কামাল।

অপরদিকে কাউন্সিলর প্রার্থীদের কেউ কেউ বলছেন পারিবারিক সমস্যা, আবার কেউ বলছেন দলের নেতাদের নির্দেশনায় প্রত্যাহার করেছেন কাউন্সিলর প্রার্থিতা।

নির্বাচন অফিস থেকে পাঠানো তথ্যে দেখা যায়, কক্সবাজার পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন সাতজন৷ কিন্তু একজন মনোনয়ন প্রত্যাহার করায় বাকি ৫ জন প্রতীক পাবেন৷ তারা হলেন—আওয়ামী লীগের মাহাবুবুর রহমান চৌধুরী, মাসেদুল হক (রাশেদ), ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহেদুর রহমান, জগদীশ বড়ুয়া, স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক (রাশেদ)-এর স্ত্রী জোসনা হক৷

এছাড়া কক্সবাজার পৌরসভার ১২ ওয়ার্ডে ৬২ জন সাধারণ কাউন্সিলরের মধ্যে ৫ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন৷ তারা হলেন—১১নং ওয়ার্ডের সাইফুল ইসলাম লিটন একই ওয়ার্ডের রিদুয়ান রশিদ, ৩নং ওয়ার্ডের আবুল হোসেন, ৬নং ওয়ার্ডের মো. শাহাজাহান এবং ১২নং ওয়ার্ডের শামীম আহম্মেদ। তবে ১৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলরই প্রতীক বরাদ্দ পাবেন৷

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রতীক বরাদ্দ,কক্সবাজার পৌরসভা নির্বাচন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close