নাঙ্গলকোট (কুমিল্লা) প্রকিনিধি
এতিমদের পাঞ্জাবি দিল ছাত্রলীগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে অর্ধশত এতিম ও হতদরিদ্র শিশুদের পাঞ্জাবি দিয়েছে পৌর ছাত্রলীগ।
এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) রাতে পৌরসভা ছাত্রলীগের আয়োজনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভা ছাত্রলীগ সভাপতি বেলাল হোসাইন শিমুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন কালু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর সাদেক হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা ছাত্রলীগ নেতা আজিম উদ্দিন রাজু, পারভেজ মজুমদার, যুবলীগ নেতা মনির হোসাইন, অহিদ উল্লাহ, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন শাওন, রিয়াদ মজুমদার, এয়াছিন হোসেন, মক্রবপুর ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসার ও সাবেক ছাত্রলীগ নেতা মনির হোসেন।
পিডিএস/মীর