ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

  ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

সালিশের কথা বলে হাতুড়িপেটা

ছবি : প্রতিদিনের সংবাদ

মাদারীপুরের ডাসারের শশিকর বাজারে তুচ্ছ ঘটনা মীমাংসার জন্য সালিশের কথা বলে সাগর সরকার, সোহাগ সরকার, কৃষ্ণ সরকার ও ইন্দ্রজিত সরকার নামে চারজনকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন এলাকাবাসী। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর বাজার সংলগ্ন দোকানদার সাগর সরকার ও একই এলাকার তাপস সরকারের সঙ্গে তেল ক্রয় নিয়ে দুজনের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তাৎক্ষণিক ইনন্দ্রজিত সরকার উভয়কে ওই স্থান থেকে সরিয়ে দেন। পরে ইউপি সদস্য বিধান সরকার মীমাংসার কথা বলে উভয়পক্ষে শান্ত থাকার কথা বলেন এবং বুধবার ইউপির সদস্যর বাড়িতে রাত ৯টায় সালিশ নির্ধারণ করেন। সালিশে ইউপি সদস্য বিধান মোবাইল করে সাগর সরকার ও তার পরিবারের লোকজনকে আসতে বলেন। তাদের কথামত মেম্বারের বাড়িতে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে তাপস সরকার, উজ্জ্বল সরকার, সুমন সরকার, সুশীল সরকার, জগদীসসহ আরও ১০-১৫ জন হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে তাদের রক্তাক্ত করে ফেলে রাখেন।

ইউপি সদস্য বিধান সরকার বলেন, ওরা আমার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মারধর করে। আমি আরও লোকজন আহতদের হাসপাতালে ভর্তি করেছি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সালিশ,হাতুড়িপেটা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close