নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

  ২৫ নভেম্বর, ২০২২

নাচোলে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নাচোল সোনালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এই কর্মশালা হয়।

নাচোল সোনালী ব্যাংকের ম্যানেজার ফারুক হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মোহাইমেনা শারমীন।

মুখ্য আলোচক ছিলেন রাজশাহী ব্যাংকের যুগ্ম পরিচালক মোতাহার হোসেন। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার উপ-পরিচালক এ এম হায়দার।

উপস্থিত ছিলেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রধান শিক্ষক, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মশালায় বাজারে প্রচলিত ব্যাংকের আসল ও নকল নোট যাছাই করা এবং চেনার বিভিন্ন কৌশল ও চিহ্নিত করা নিয়ে বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার সহকারী পরিচালক সাদ্দাম হোসেন আলোচনা করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাচোল,জাল নোট,কর্মশালা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close