সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০২২

৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

বঙ্গবন্ধু সেতুতে গুঁড়িবাহী লরি উল্টে পড়ল রেললাইনে

ছবি : প্রতিদিনের সংবাদ

বঙ্গবন্ধু সেতুর ওপর গাছের গুঁড়িবাহী লরি উল্টে পাশের রেললাইনে পড়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর ২১নং পিলারের কাছে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

রাত ৩টার দিকে পুলিশ ও সেতু শ্রমিকরা গাছের গুঁড়ি ও উল্টে যাওয়া লরি অপসারণ করলে ট্রেন ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়। প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় ট্রেন যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকামুখী লরিটি সেতুর ২১নং পিলারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। লরিসহ গাছের গুঁড়িগুলো রেললাইনে পড়লে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেতুর শ্রমিকরা গুঁড়ি ও লরি সরালে রাত ৩টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার পর সেতুর উত্তর পাশের ঢাকামুখী লেনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে দক্ষিণ পাশের লেন দিয়ে উভয়মুখী যান চলাচলের ব্যবস্থা রাখা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লরি,রেল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close