ফেনী প্রতিনিধি

  ২২ সেপ্টেম্বর, ২০২২

সেগুন কাঠসহ কাভার্ডভ্যান জব্দ

ফেনীতে সামাজিক বন বিভাগ ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের মহিপাল এলাকা থেকে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে ২০০ ঘনফুট সেগুন কাঠসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

সূত্র জানায়, গোপন সংবাদে বৃহস্পতিবার ভোর রাতে বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাকসুদ আলমের নির্দেশে বন বিভাগের স্পেশাল টিমের সদস্যরা ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের লেমুয়া এলাকায় অবস্থান নেয়। সেগুন কাঠভর্তি কাভার্ডভ্যান দেখতে পেলে তারা গাড়ি থামানোর জন্য সিগনাল দেন। এ সময় গাড়িটি মহিপালের দিকে চলে আসে। তখন স্পেশাল টিম পেছনে ধাওয়া করে মহিপাল এলাকা থেকে কাভার্ডভ্যানটি জব্দ করে। এ সময় গাড়িতে থাকা ড্রাইভার ও অন্যরা পালিয়ে যান। পরে সেগুন কাঠভর্তি কাভার্ডভ্যানটি ফেনী সামাজিক বন বিভাগে নিয়ে আসা হয়।

ফেনী সামাজিক বন বিভাগের স্পেশাল টিমের অফিসার ইনচার্জ আবু নাছের জিয়াউর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে কাঠগুলো নিলামে বিক্রি করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কাভার্ডভ্যান জব্দ,সেগুন কাঠ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close