সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০২২

সিরাজগঞ্জে বোরো ধান চাষে ব্যস্ত কৃষকরা

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জে আগেভাগে বোরো (ইরি) ধান আবাদে মাঠে নেমেছেন কৃষকেরা। তাদের প্রধান আবাদি ফসল নানা জাতের বোরো ধান চারা কৃষকেরা লাগাচ্ছেন। জেলার প্রতিটি উপজেলার মাঠেই এ ধানের আবাদ করা হয়ে থাকে। উল্লাপাড়া, সলঙ্গা, তাড়াশ, রায়গঞ্জ, কাজিপুর, শাহজাদপুর, কামারখন্দ সহ প্রতিটি উপজেলায় বেশির ভাগ মাঠে কৃষকেরা রোপা আমন ধানের আবাদ করেছিলেন। তাদের অধিকাংশই আবাদি ফসল রোপা আমন ধান তাদের ঘরে তুলেছেন। কিছু কিছু জায়গায় ধান কাটা বাদ থাকলেও বোরো ধান রোপণের প্রত্যাশায় সেগুলো ত্বরিতগতিতে কাটতে শুরু করেছেন কৃষকেরা।

রায়গঞ্জের দোস্তপাড়া গ্রামের কৃষক আব্দুস সাত্তার, ধলযান গ্রামের দলাল মিয়া জানান, বর্তমান সরকার আমলে সারের অভাব দূর হয়েছে । তাছাড়াও বিভিন্ন ফসল উৎপাদনে উপজেলার কৃষি অফিস কর্তৃক আমাদের সার্বিক সহায়তা করে আসছে। তাই প্রতিটি ফলনই ভালো হলেও বিগত বন্যায় আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম বর্তমান বোরো ধান চাষে সেই ক্ষতিও পুষিয়ে নিতে পারবো।

তাড়াশ উপজেলার দেশীগ্রামের কৃষক মোনায়েম জানান, এবার ৪ বিঘা জমিতে বোরো ধান নাগাইবার চাইতাছি । এর মধ্যেই ২ বিঘা শেষ করছি । আশা করি, বোরো ধানের ফলন এবার ভালো অইবো।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন, তাদের কৃষি বিভাগ থেকে কৃষকদেরকে এল এল পি পদ্ধতি অর্থাৎ লাইন করে ধান চারা লাগাতে পরামর্শ দেওয়া হচ্ছে। এ পদ্ধতিতে বোরো ধান চারা লাগানো হলে ফসলটির আবাদে কৃষকদের সব দিক থেকেই উপকার মেলে।

জেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা গৌর চন্দ্র দত্ত জানান, চলতি মৌসুমে কৃষকদের বোরো গাজীপুর থেকে উদ্ভাবিত উচ্চফলনশীল হাইব্রিড বীজ বিতরণ করা হচ্ছে । তাছাড়াও বিগত বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সার ও বীজ প্রদান করা হচ্ছে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবু হানিফ জানান, এ বছর সিরাজগঞ্জে বোরো ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৪০ হাজার ৫২৫ হেক্টর জমিতে। ইতোমধ্যেই ৮ হাজার ১৮৫ হেক্টর জমিতে বোরো ধানের চারা লাগানো হয়েছে। উৎসবমুখর পরিবেশে কৃষকেরা ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন বলেও জানান তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,বোরো আবাদ,আমন ধান,কৃষক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close